মংলা সমুদ্র বন্দরে আবারও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে সরে গিয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থান করায় এ সংকেত দেয়।সতর্কতা সঙ্কেতের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে।এছাড়া গত ৩ দিনের টানা বৃষ্টিপাতে শহর-শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুরেরা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।এদিকে ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠায় মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিরা সুন্দরবনে বিভিন্ন নদী খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ।জেলে মহাজন কামরুজ্জামান বলেন, এমনিতে এ বছর সাগরে ইলিশ মাছ কম, তারপরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগর সংলগ্ন নদী খালে নিরাপদ আশ্রয়ে থেকে অলস সময় কাটাচ্ছে। এতে আর্থিকভাবে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Advertisement