খেলাধুলা

যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

জানুয়ারিতেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব বিশ্বকাপ ক্রিকেট। যুবাদের সবচেয়ে বড় এই টুর্নামেন্টেকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । অনুর্ধ্ব-১৯ দলের কোচ এবং চার নির্বাচক মিলে এই দল ঘোষণা করেন। দল ঘোষণা করা হলেও, দলীয় অধিনায়কের নাম জানাননি নির্বাচকরা।

Advertisement

নিউজিল্যান্ডের কন্ডিশন বিচার করে চার পেসার দিয়েই দল সাজিয়েছে নির্বাচকরা। চার পেসার হলেন- রবিউল হক, কাজী অনিক, মোহাম্মদ রনি হোসেন এবং হাসান মাহমুদ। আরেক পেসার ইয়াসিন আরাফাত মিশুর ইঞ্জুরি সারিয়ে দ্রুত দলে ঢোকার ব্যাপারেও আশাবাদ ব্যাক্ত করেন যুবাদের নির্বাচক এহসানুল হক সেজান। সে ক্ষেত্রে দলে পাঁচ পেসার থাকার সম্ভাবনাও রয়েছে।

উইকেটরক্ষক হিসেবে দলে নেয়া হয়েছে দুইজনকে। তারা হলেন মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন এবং শাকিল হোসেন।

যদিও দলটি বিশ্বকাপের আগে খুব বেশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। তবে ড্যামিয়েন রাইটের অধীনে অনেকদিন, একসঙ্গে ক্যাম্প করেছেন যুবারা। বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান ও নেপালের সাথে দুটি সিরিজ খেলেছিল সাইফ হাসানরা। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গিয়েছিল তারা।

Advertisement

কোচ ড্যামিয়েন রাইট দলের বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটাকেই। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপের সেমিফাইনালে খেলেছি। পাকিস্তানের সাথেও ভাল খেলে হেরেছি। আগের বিশ্বকাপে আমরা তৃতীয় হয়েছিলাম। সেটাও আমাদের বাড়তি অনুপ্রেরণা। ছেলেরা ভাল করছে। নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পাবে তারা। ফলে আমাদের ভাল করার সম্ভবনা রয়েছে।’

‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে সাইফ-আফিফরা। ১৫ তারিখ কানাডার বিপক্ষে। আর ১৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কাজী অনিক-অংকনরা।

বাংলাদেশ দলপিনাক ঘোষ, মোঃ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, মোহাম্মদ রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।

স্ট্যান্ড বাই : মোহাম্মদ সজীব হোসেন, রায়ান রাফসান রহমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ সাইদুল ইসলাম পারমাণীক, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আব্দুল হালিম, মনিরুল ইসলাম।

Advertisement

এমএএন/আইএইচএস/আইআই