সংকট মোকাবেলায় আন্তর্জাতিক দাতাদের ঋণ প্রস্তাব গ্রিসের জনগণ প্রত্যাখ্যান করার একদিনের মধ্যেই নতুন চাপের মধ্যে পড়েছে দেশটি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) দেশটির অর্থ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে। খবর বিবিসি।ইসিবি দেশটির ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে অর্থ ঋণ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে দেশটির বর্তমান ঋণ প্রায় নয় হাজার কোটি ইউরোর বিপরীতে জামানতের হার বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে। এদিকে আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর অর্থ শূন্য হয়ে পড়বে। গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইয়োর্গোস স্ট্যাথাকিস বলেছেন, একটি সমাধান খুঁজে বের করতে আলোচনার জন্য হয়তো সাতদিন থেকে দশদিন লাগতে পারে। গ্রিসের ব্যাংকগুলো আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, ব্রাসেলসে আজই গ্রিসের গণভোট নিয়ে ইউরো জোনের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এসআইএস/এআরএস/পিআর
Advertisement