খেলাধুলা

৭০ লাখ রুপি ফেরত পাবেন শোয়েব আখতার

জরিমানা বাবদ দেওয়া ৭০ লাখ পাকিস্তানি রুপি ফেরত পাবেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যনির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি সম্প্রতি শোয়েবকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নাজামের এই প্রতিশ্রুতি এসেছে লাহোর হাইকোর্টের একটি রায়ের পরই। ২০০৮ সালে দলের আচরণবিধি লঙ্ঘণের দায়ে শোয়েবকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা করে পিসিবি। সম্প্রতি লাহোরের উচ্চ আদালত এক রায়ে পিসিবি’র এই দণ্ডকে অবৈধ ঘোষণা করে জরিমানা বাবদ নেওয়া এই অর্থ শোয়েবকে ফেরত দেওয়ার নির্দেশ দেন। নাজাম এরপরেই এই প্রতিশ্রুতি দিলেন। ২০০৮ সালে পিসিবি’র দেওয়া এই দণ্ডে এই বিপুল পরিমাণ অর্থ শোয়েবের বার্ষিক আয় এবং ম্যাচ খেলে জেতা টাকা থেকে কেটে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাকে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধও করেছিল পিসিবি। ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব আখতার। এসআরজে

Advertisement