ফিচার

বিশ্বের সবচেয়ে বয়সী ব্যক্তির আয়ুর রহস্য ঘুম!

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি বয়স নিয়ে ১১৬ বছরে পা রাখলেন সুসান্না মুসাট জোনস। সোমবার তাঁর দীর্ঘায়ুর রহস্য জানাতে গিয়ে নিজের অতিরিক্ত ঘুমের কথাই তিনি বলেছেন গিনেস বুক কর্তৃপক্ষকে। তবে সুসান্নার পরিবারের মতে তার সামাজিক কল্যাণকর কাজকর্ম এবং পরিবারের প্রতি ভালোবাসাই তাকে পৃথিবীতে সযত্নে রেখে দিয়েছে এতো বছর।

Advertisement

জোনসের জন্ম হয়েছিল মন্টগোমারির কাছে একটি ছোট গ্রামে৷ জুলাই মাসের ছয় তারিখ ১৮৯৯ সালে তিনি প্রথম পৃথিবীর আলো দেখেছিলেন। তারা ১১ জন ভাইবোন ছিলেন। জোনস ১৯২২ সালে হাই স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করেন। এরপর থেকেই তিনি নানা উপায়ে অর্থ উপার্জন এবং পরিবারকে সাহায্য করতে শুরু করেন৷ প্রথমে শষ্যদানা তোলার কাজ, এরপরে ন্যানির কাজ করেন তিনি৷ সেখানেই থেমে থাকেন নি তিনি। চলে গিয়েছিলেন নিউ ইয়র্ক৷ জোনসের নিজের সন্তান কোনও দিন হয় নি৷ কিন্তু তিনি শিশুদের দত্তক নিয়েছিলেন৷ বেশিদিন বিবাহিত জীবনও কাটেনি জোনসের৷ নিউইয়র্কে আসার পরে জোনস তাঁর হাই স্কুলের গ্র্যাজুয়েট বন্ধুদের সঙ্গে আফ্রিকান আমেরিকান মহিলাদের কলেজে পাঠানোর জন্য একটি ফান্ড তৈরি করেন৷ তা থেকে তাদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়৷ বর্তমানে জোনস গ্লুকোমায় আক্রান্ত৷ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে৷ এবং তার শ্রুতিশক্তিও খুবই দুর্বল৷ জোনস প্রতি চার মাস অন্তর একবার করে ডাক্তারের কাছে যান৷ উচ্চ রক্তচ্চাপ এবং মাল্টি ভিটামিন ওষুধ খান তিনি৷ এছাড়া আর কোনও বিশেষ শারীরিক অসুস্থতা নেই জোনসের৷ জোনস তার জন্মদিনে দুটি দিন পৃথকভাবে উদযাপন করতে চান৷ একদিন তিনি তার পরিবারের সঙ্গে এবং আরেকদিন তিনি কাটাবেন তার বন্ধু ও হাউজিংয়ের সদস্যদের সঙ্গে৷এসআরজে