খেলাধুলা

সামিত ঝড়ের পরও হারলো রাজশাহী

পুরো আসরেই ছিল নিষ্প্রভ। কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচে এসে দারুণভাবে জ্বলে উঠেছিলেন রাজশাহী কিংসের বিদেশি রিক্রুট সামিত প্যাটেল। ২৬ বল খেলে করেন ৬২ রান। তার এমন ঝোড়ো ব্যাটিংয়ের পরও রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে। ফলে চিটাগংয়ের কাছে ৪৫ রানে হেরে যায় রাজশাহী কিংস।

Advertisement

রাজশাহীর দুই ওপেনার মুমিনুল (৯) ও রনি তালুকদার (৬) ছিল আজ পুরোপুরি ব্যর্থ। তবে এরপরই শেরে বাংলায় বয়ে যায় সামিত ঝড়। ছয় বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ভারতীয় বংশোদ্ভূত সামিত প্যাটেল।

মুশফিকুর রহীম করেন ১৫ বলে ১৫ রান। আর উসমান মির শূন্য রান করেই সাজঘরে ফেরেন। জেমস ফ্রাঙ্কলিন ১২ বলে দুই ছয়ের সাহায্যে ১৭ রান করেন। জাকির হাসান করে ২৩ বলে ২৩ রান।

চিটাগংয়ের হয়ে সিকেন্দার রাজা একাই চারটি উইকেট দখল করেন। আর সানজামুল ইসলাম নেয় ২টি উইকেট। তাসকিন, এমরিট ও রিচি একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন।

Advertisement

এর আগে রিচির ৫৬ বলে ৮০ রানের উপর ভর করে চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে করে ১৯৪ রান করেন।

এমএএন/এমআর/এমএস