খেলাধুলা

তামিমের কথায় সমর্থন দিলেন সালাউদ্দীন

শেরে বাংলার উইকেটে রান নেই। ব্যাটসম্যানদের কপালে বিরক্তির ভাঁজ। আর জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার তো ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে ক্ষোভই ঝাড়লেন। ফলটাও খুব একটা ভাল হয়নি। মাশরাফি এবং তামিম দু'জনই উইকেট নিয়ে কথা বললেও বিসিবি থেকে তামিমকেই শুধু সতর্ক করা হল।

Advertisement

তবে আজ (মঙ্গলবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দীন আহমেদ তামিমের পক্ষেই সমর্থন করলেন। বললেন, ‘তামিম যা বলেছে ঠিকই বলেছে এবং একদম সঠিক কথা বলেছে।’

তামিমের মন্তব্য সম্পর্কে তার দলীয় কোচ বলেন, ‘তামিম যে কথাটা বলছে একবারে সঠিক কথা বলছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। এই উইকেট টি-টোয়েন্টির উইকেট না। তবে তামিম যেটা বলেছে একবারে ঠিক কথাই বলেছে। আর সত্য কথা বলে যদি কোন বিপদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। তারপরও আমি বলবো তামিম ঠিক কথা বলছে।’

তবে তামিমকে চিঠি দেয়ার বিষয়টা এখনও জানেন না কুমিল্লার এই কোচ। তিনি বলেন, ‘আমি এখনও জানি না তামিম চিঠি হাতে পেয়েছে কি না। এমন যদি হয়ে থাকে তাহলে, আমার মনে হয় যে তামিম সত্য কথাই বলছে। তামিম তো কোন মিথ্যা কথা বলে নাই। আর তার অধিকার আছে, সত্য কথা বলার।’

Advertisement

উইকেট প্রসঙ্গে সালাউদ্দীন বলেন, ‘এটা আসলেই ভালো উইকেট না। টি-টোয়েন্টি খেলার জন্য আমি কখনই এটাকে ভালো উইকেট বলবো না। এটাতে দুই ধরনের বাউন্স আছে। উইকেট আসলে লো হতে পারে। এক ধরনের বাউন্স হলে সুবিধা। তবে উইকেটে যদি দুই ধরনের বাউন্স থাকে তাহলে ব্যাটসম্যানদের খেলার জন্য অসুবিধা। উইকেটটা আরও একটু বেটার হলে ভালো হবে। এবার কিন্তু অনেক রেস্টও আছে। দুই দিন পর পরই বিরতি। কাজেই উইকেটটা আর একটু ভালো আশা করতেই পারি।’

এমএএন/এমআর/আইআই