খেলাধুলা

চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

বিপিএলের চলতি আসরে প্লে অফের আশা শেষ হয়ে গেছে আগেই। তাই ম্যাচটি নিছক নিয়ম রক্ষার। এমন ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক মুশফিকুর রহীম।

Advertisement

টস জিতে মুশফিক বলেন, ঢাকার উইকেট নিয়ে কোন অনুমান করা যায় না। তাই প্রথমে বল করে যদি সুযোগগুলো কাজে লাগাতে পারি, তাহলে তাদের রান চেজ করা সম্ভব। চলতি বছরটা আমাদের খুব ভালো যায়নি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা পাইনি। তবে বাকি খেলোয়াড়দের নিয়েই শেষটা ভালো করতে চাই।

চিটাগংয়ের অধিনায়ক লুক রনকি বলেন, শিশিরের কারণে আমরাও প্রথমে বল করতে চেয়েছিলাম। এটা আমাদের শেষ ম্যাচ। আশা করছি জয় দিয়েই শেষ করতে পারবো। আর এটা যদি পারি, তাহলে আমাদের জন্য হবে খুবই আনন্দদায়ক। আমরা আজ প্রতিপক্ষ থেকে ১ রান বেশি করতে চাই।

এমআর/এমএস

Advertisement