একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রথম দফায় বাদ পড়া ৬২ হাজার ৮৫০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ১০ হাজার ৭২৬ জন মনোনীত হয়েছে। বাকিরা এখনো কোনো কলেজের জন্য মনোনীত হয়নি। এছাড়া কলেজ পরিবর্তন (মাইগ্রেশন) হয়েছে ৬ হাজার ৯২১ জনের।জানা গেছে, যারা দ্বিতীয় মেধা তালিকাতেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হতে পারেনি, তাদের শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তির জন্য নতুন করে আবেদন করতে হবে।এর আগে চার দফা পেছানোর পর অবশেষে একাদশে শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ১১ লাখ শিক্ষার্থীর প্রথম তালিকা গত ২৮ জুন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।আরএস/আরআই
Advertisement