জাতীয়

নতুন বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেতু হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের নতুন বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেতু হবে। আর এ কারণেই ঢাকার অদূরে নতুন বিমানবন্দর নির্মাণ করছে বাংলাদেশ সরকার।

Advertisement

প্রধানমন্ত্রী এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আন্তযোগাযোগ বৃদ্ধির বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এসব সহায়তা বাড়ানো উচিত।

তিনদিনের কম্বোডিয়া সফরে মঙ্গলবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রয়েল পার্টির প্রেসিডেন্ট নরদম রানারিদ্ধের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে। সেজন্য ঢাকার অদূরে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে।

Advertisement

কম্বোডিয়া তাদের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করেছে। এজন্য দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে কম্বোডিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

৪ ডিসেম্বর বিকেলে হোটেল সোফিটেলে বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সংলাপে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আসুন দুদেশের মানুষের সমৃদ্ধির অন্বেষায় আমরা অংশীদার হই এবং একসঙ্গে দুদেশের কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আনতে উদ্যোগী হই।

Advertisement

‘আমি নিশ্চিত যে, বাংলাদেশের ব্যবসায়ীরাও একইভাবে কম্বোডিয়ায় বাণিজ্য সুবিধা অন্বেষণে আগ্রহী,’-বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএসএস/জেডএ/এমএস