নারী ও শিশু

শিশু একাডেমির কর্মশালায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সনদ প্রদান

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ক্ষুদে লেখক এবং বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ কর্মশালায় অংশ গ্রহণকারী শিশু-কিশোরদের সনদ প্রদান করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় শিশু একাডেমির লেকচার থিয়েটার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে এই সনদ তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন এর সভাপতিত্বে ও একাডেমি গ্রন্থাগারের পরিচালক রেজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিশুবান্ধব উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বলেন, যখন সারা দেশে গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষকে, শিশুদের, গর্ববতী মায়েদের হত্যা করা হয়েছে ঠিক তখনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে বই তুলে দিয়েছেন। এই থেকে বুঝা যায় তিনি কতটুকু শিশুবান্ধব। কিন্তু আজ এই রমজান মাসে যখন দেখি আমাদের সাবেক প্রধানমন্ত্রী আবার সেই এতিম শিশুদের নিয়ে ইফতার করছেন তখন এটি আমাদের কাছে হাস্যকর মনে হয়।বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মেধা বিকাশে বিভিন্ন কাজের অংশ হিসেবে গত ২৫ ও ২৬ জুন ২ দিনব্যাপী ক্ষুদে লেখক কর্মশালা এবং ২ ও ৩ জুলাই বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ কর্মশালার আয়োজন করে। ক্ষুদে লেখক কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী এবং সুবিধা বঞ্চিত শিশুসহ মোট ৫৪ জন এবং বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ কর্মশালায় ৬৮ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। শুদ্ধ উচ্চারণ কর্মশালায় ২৫ জন অবিভাবক এবং একাডেমির ২০ জন কর্মকর্তাও প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দেশের বরেণ্য সাহিত্যিক ও ভাষা গবেষকগণ।এমএইচ/আরএস/আরআইপি

Advertisement