দেশজুড়ে

`কিরণমালা` জামা না পেয়ে অভিমানী সাবিনার আত্মহত্যা

বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেণির ছাত্রী সাবিনা খাতুন স্বপ্ন দেখেছিলো ঈদে কিরণমালা জামা কেনার। আব্দার ছিলো মার কাছে। কিন্তু মেয়ের এই ছোট আব্দার অভাবী মায়ের কাছে ছিল অসম্ভব ব্যাপার। এ কারণে একটু শাসন করাই অনেক দূরে নিয়ে গেলো তার আদরের মেয়েকে। কিরনণমালা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাবিনা। গত রোববার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, সাবিনা স্থানীয় ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেয়েটি সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সোমবার নিহতের মরদেহ দাফন করা হয়।স্থানীয় লোকজন জানান, সাবিনা ঈদে মায়ের কাছে ‘কিরণমালা’ জামা কিনে চেয়েছিলো। কিরণমালা ভারতের স্টার জলসা চ্যানেলে প্রদর্শিত হওয়া একটি মেগা সিরিয়ালের নাম। ওই সিরিয়ালের নামে মেয়েদের পোশাক এবারের ঈদে অল্পবয়সী তরুণীদের মূল আকর্ষণ। কিন্তু তার মা হালিমা বাসা বাড়িতে ঝিয়ের কাজ করেন। অভাবী মায়ের পক্ষে মেয়ের আব্দার পূরণ করার সাধ থাকলেও সাধ্য ছিলো না। এ কারণে সাবিনার জেদের এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে মেয়েকে থাপ্পড় দেন। এতেই অভিমানী মেয়ে রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঈদে নতুন জামা চাওয়ায় তার মা তাকে শাসন করেন। এতে অভিমান করে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।লিমন বাসার/এমজেড

Advertisement