দেশজুড়ে

না.গঞ্জে অজ্ঞান পার্টির নারী সদস্যের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী অজ্ঞান পার্টি সদস্যের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ওই নারী সদস্য অভিনব কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে এক নারীকে অচেতন করেন অর্থ লুট করেন। এ অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত অজ্ঞান পার্টি চক্রের সদস্য সাথী বেগম (৩০) ঢাকার শনির আখড়ার লিটন মিয়ার স্ত্রী। সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন। এসময় উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনসহ ইউপি সদস্যরা। জন্ম নিবন্ধন তৈরি করার কথা বলে নারীদের আকৃষ্ট করে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে অজ্ঞান পার্টির চক্ররা সর্বস্ব লুটে নেয়। আফরোজা আক্তার চৌধুরী জাগো নিউজকে জানান, অভিনব কৌশলে অজ্ঞান পার্টির চক্ররা ফতুল্লার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন তৈরি করার কথা বলে নারীদের আকৃষ্ট করেন। এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেন। স্থানীয় লোকজন অজ্ঞান পার্টির এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই নারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত অজ্ঞান পার্টির কাছ থেকে জন্ম নিবন্ধন তৈরির ফরমসহ রেজিস্ট্রার খাতা ও ৪ আনা স্বর্ণালঙ্কার জব্ধ করা হয়েছে।এদিকে অজ্ঞান পার্টির শিকার ফতুল্লার পঞ্চবটি গুলশান রোডের লিটনের স্ত্রী আমেনাকে অচেতন করে নগদ ৫০ হাজার টাকা ও ফাজিলপুরের নুর হোসেনের স্ত্রী রীনা আক্তারের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় চক্রটি।         মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

Advertisement