বাগেরহাটের পূর্ব সুন্দরবনের হারবাড়িয়ার বাইনতলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ও র্যাব-৬ এর সদস্যরা। এ সময় ১৭ রাউন্ড গুলিসহ বনদস্যুদের ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়। সোমবার ভোর রাতে তাদের উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জেলেরা হলেন, বরিশালের বানরীপাড়া উপজেলার মলুহার গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও বাগেরহাটের শরণখোলা উপজেলার এরফান তালুকদারের ছেলে মো. মোতালেব (২৭)।কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এ এম রাহাতুজ্জামান জানান, অভিযানে বনদস্যু শিপন ওরফে ছোট বাহিনী হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত দুই জেলেসহ ১৭ রাউন্ড এলজি লাইফ কার্টিজ ও বনদস্যুর ব্যবহৃত দুইটি দেশিয় নৌকা উদ্ধার করা হয়।অভিযানকালে কুখ্যাত শিপন বাহিনীর সদস্যরা কোস্টর্গাড ও র্যারেব উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের গভীর অরণ্যে পালিয়ে যায়। বনদস্যু শিপন বাহিনী অপহৃত জেলেদের কাছ থেকে মুক্তিপণ গ্রহন করার জন্য সুন্দরবনের বিভিন্ন খালে তাদের জিম্মি করে রেখে ছিল।শওকত আলী বাবু/এআরএ/আরআইপি
Advertisement