খেলাধুলা

নেইমারের আপিলের বিপক্ষে ছিলেন ডুঙ্গা

কোপা আমেরিকার গ্রুপপর্বের খেলায় কলম্বিয়ার এক খেলোয়ারের গায়ে বল মারেন নেইমার। শাস্তি হিসেবে তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে টুর্নামেন্ট কমিটি। শাস্তির বিরুদ্ধে ব্রাজিল ফুটবল এ্যাসোসিয়েশন (সিবিএফ) আপিলের সিদ্ধান্ত নিলেও সেটা চাননি প্রধান কোচ ডুঙ্গা। এমন কথাই জানিয়েছেন সিবিএফের জেনারেল সেক্রেটারি ওয়াল্টার ফেল্ডম্যান।নেইমারকে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিলের সবরকম প্রস্তুতি নিতে যাচ্ছিল সিবিএফ কিন্তু আপিল না করলেই বরং নেইমারের মঙ্গল হবে, এ যুক্তি দেখিয়ে সিবিএফকে বিরত রাখেন ডুঙ্গা।এ ব্যাপারে ওয়াল্টার বলেন, এটা খুবই কঠিন সময় ছিল। আমরা সফল নাকি ব্যর্থ হব তা জানা ছিল না। কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা ছিল জরুরি। এ সময় কোচিং স্টাফরা আমাদের কোনো ধরনের ভণিতা ছাড়াই বলেছেন, আপিল না করাটাই হবে নেইমারের জন্য মঙ্গলের।এমআর/আরআইপি

Advertisement