জাতীয়

ম্যাগি নুডলস বাংলাদেশে নিষিদ্ধের দাবি সংসদে

ম্যাগি নুডলসে সিসা পাওয়ায় ভারত এ খাদ্যপণ্য নিষিদ্ধ করলেও বাংলাদেশে তা চালু থাকায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য। জাতীয় সংসদে সোমবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ৭১ বিধিতে সরকার দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নুরজাহান বেগম এ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ম্যাগি নুডলসে সিসা পাওয়ায় শুধু ভারতেই ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করা হয়েছে। এমনকি বাংলাদেশেও এর দাম ২৫ শতাংশ কমানো হয়েছে। ল্যাবে পরীক্ষার মাধ্যমে ম্যাগি নুডলসে ১৭ শতাংশের বেশী সিসা পাওয়া গেছে। এ নুডলস গর্ভবতী মায়েরা খেলে পেটের সন্তান নষ্ট হয়ে যাবে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। তাই বাণিজ্যমন্ত্রীর কাছে আমার দাবি, ভারতের মতো বাংলাদেশেও যেন ম্যাগি নুডলসের সব ধরনের আমদানি ও বাজারজাতকরণ বন্ধ করা হয়।নুরজাহান বেগম আরো বলেন, ভারত, সিঙ্গাপুর ও নেপালে ম্যাগি নুডলস নিষিদ্ধ ঘোষণা করেছে। নেসলে কোম্পানি ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করেছে। তারপরও বাংলাদেশে এখানো ম্যাগি নুডলস বিক্রি হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে ম্যাগি নুডলস বন্ধের দাবি জানাচ্ছি।এইচএস/এএইচ/পিআর

Advertisement