উপমহাদেশের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী শিশুতোষ চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’। এটি ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিলো। নিজের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ।সেই চিত্রনাট্যে ভর দিয়েই এবার গুপী গাইন বাঘা বাইনকে মঞ্চে আনছে দেশের স্বনামধন্য নাট্যদল প্রাচ্যনাট। একই নামের নাটকটির নির্দেশনা দিচ্ছেন শাহরিয়ার ফেরদৌস সজীব।তিনি জানালেন, গুপী গাইন বাঘা বাইন ছবিতে ব্যবহৃত সত্যজিতের লেখা গানগুলোই মঞ্চে ব্যবহার করা হবে। এর আগে ‘গুপী গাইন বাঘা বাইন’ নিয়ে বাংলাদেশের মঞ্চে ওইভাবে কাজ হয়নি বলেও জানালেন সজীব।নাটকটিতে অভিনয় করছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা। এই ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে এটি। ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে ‘গুপী গাইন বাঘা বাইন’। অতিথি হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার ও চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম।নাটক ছাড়াও মিলনায়তনের বাইরে উন্মুক্ত পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট।এলএ
Advertisement