কৌতুক- এক : আমার মেয়েকে বিয়ে করে সুখী
Advertisement
স্বামী : তোমার বাবার ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দেওয়ার অভ্যাসটা গেল না মনে হয়।
স্ত্রী : কেন, কী হলো আবার?
স্বামী : আজকে আবার জিজ্ঞেস করছিলেন।
Advertisement
স্ত্রী : কী জিজ্ঞেস করছিলেন?
স্বামী : ‘আমার মেয়েকে বিয়ে করে তুমি সুখী তো?’
আরও পড়ুন- আজকের কৌতুক : আমার গালে থাপ্পড় মারলেন কেন
****
Advertisement
কৌতুক- দুই : কথা বলা ঘড়ি
বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রাকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে জিজ্ঞেস করলেন-
রাকিব : এটা কী?
বন্ধু : এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রাকিব : তাই নাকি?
বন্ধু : হুম।
রাকিব : দেখি তো কেমন কথা বলে?
বন্ধু : আচ্ছা, দেখো।
রাকিব এবার হাতুড়ি দিয়ে থালায় আঘাত করলেন, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন-
প্রতিবেশী : নালায়েক! রাত ১০টার সময় কেউ এতো জোরে শব্দ করে?
আরও পড়ুন- আজকের কৌতুক : আত্মহত্যা করতে গেলে কেন
****
কৌতুক- তিন : আমি নেশার মধ্যে ছিলাম
একটি ইঁদুর মদের গ্লাসে পড়ে গেছে। সেখান দিয়ে একটি বিড়াল যাচ্ছিলো। ইঁদুর বিড়ালকে বলছে-
ইঁদুর : তুমি আমাকে এখান থেকে বাহির করো। তারপর যদি ইচ্ছে হয় তুমি আমাকে খেয়ে ফেলো।
বিড়াল লাথি মেরে মদের গ্লাস ভেঙে ফেললো। ইঁদুর বের হয়েই দৌড় শুরু করলো। তখন বিড়ালের রাগ উঠে যায়। রেগে গিয়ে বলল-
বিড়াল : শালা মিথ্যাবাদী, ধোকাবাজ, বেঈমান। তুই তো বলেছিলি আমাকে এখান থেকে বাহির করো। তারপর ইচ্ছে হলে খেয়ে ফেলো।
ইঁদুর : রাগ করিস না দোস্ত, তখন তো আমি নেশার মধ্যে ছিলাম।
এসইউ/জেআইএম