খেলাধুলা

ইভান প্যারিসিকের হ্যাটট্রিকে ইন্টারের বড় জয়

ইভান প্যারিসিকের হ্যাটট্রিকে পয়েন্ট তালিকার মাঝামাঝি থাকা চিয়েভোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। এই জয়ে নাপোলিকে হটিয়ে সিরিআ'র পয়েন্ট তালিকার এক নাম্বারে উঠে গেছে লুসিয়ানো স্প্যালেট্টির দল।

Advertisement

শুরুটা করেন প্যারিসিকই। ক্রোয়েশিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে দেন ইন্টারকে। ৩৮ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মাওরো ইকার্দি। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে আবারও প্যারিসিকের গোল।

এর ঠিক তিন মিনিট পর ব্যবধান ৪-০ করেন মিলান স্ক্রিনিয়ার। ইনজুরি সময়ে আরও গোল করে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেরেন প্যারিসিক। সব মিলিয়ে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্প্যালেট্টির দল।

আগামী শনিবার পয়েন্ট তালিকার তিন নাম্বারে থাকা জুভেন্টাসের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে যে দল জিতবে, পয়েন্ট তালিকার এক নাম্বারে থাকবে তারাই।

Advertisement

এদিকে, সাসোলোকে ৩-০ গোলে হারিয়ে এসি মিলানকে হটিয়ে পয়েন্ট তালিকার সাত নাম্বারে উঠেছে ফিওরেন্তিনা। গোল তিনটি করেন জিয়োভান্নি সিমোন, জর্ডান ভেরেটট এবং ফেদেরিকো চিয়েসা।

এমএমআর/জেআইএম