প্রবাস

আনিসুল হকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে সংস্কৃতিকর্মীদের শোক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের আটলান্টার সংস্কৃতিকর্মীরা শোক প্রকাশ করেছেন। শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা বিবৃতিতে শোক জানান।

Advertisement

বিবৃতিতে তারা বলেন, আনিসুল হকের মৃত্যুতে জাতি শুধু একটি শহরের নগরপিতাকেই হারায়নি, হারিয়েছে নগর সভ্যতার একজন স্বপ্নবাজ ত্যাগী পুরুষকে। জাতি এ উদ্যোমী, সৃজনশীল মনন ও মেধার অধিকারী মানুষটির অভাব আর কোনদিন পূরণ করতে পারবে না।’ আসুন, প্রয়াত আনিসুল হকের স্বপ্নকে পূরণ করতে তার পরিকল্পিত ঢাকা শহরের অসমাপ্ত কাজগুলো যথাযথ সম্পন্ন করার মধ্য দিয়ে তার প্রতি আমাদের অতল শ্রদ্ধা নিবেদন করি।

বিবৃতি দেন কবি গোলাম রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রুমী কবির, কবি ও লেখক মুহাম্মদ আলী মানিক, সাংবাদিক ও লেখক শামসুল আলম, লেখক আবু লিয়াকত হুসেন, সাংবাদিক এম এইচ রাসেল, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, এম এইচ আকমল।

এমআরএম

Advertisement