খেলাধুলা

রাজনৈতিক চাপেই কাতার বিশ্বকাপ : ব্লাটার

রাজনৈতিক চাপেই রাশিয়া ও কাতারকে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক  করা হয়েছে বলে মন্তব্য করেছেন ফিফার সদ্য পদত্যাগকারী সভাপতি সেপ ব্লাটার। ফিফার সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেন, কাতার ও রাশিয়াকে বিশ্বকাপের স্বাগতিক করতে ২০১০ সালের ভোট প্রক্রিয়াকে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও জার্মানির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুলফ প্রভাবিত করেছেন।২০১০ সালের ডিসেম্বরে ফিফা নির্বাহী কমিটির ২২ সদস্যের গোপন ভোটে রাশিয়া ২০১৮ সালের এবং কাতার ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। প্রসঙ্গটি টেনে ব্লাটার বলেছেন, ‘এজন্যই এখন কাতারে একটি বিশ্বকাপ হবে।’ যারা এটা নির্ধারণ করেছিল তাদের এখন দায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন এ ফুটবল সংগঠক।ব্লাটার দাবি করেছেন, জার্মানির ফুটবল সংস্থা ‘আর্থিক সুবিধার জন্যে কাতারকে ভোট দিতে একটা সুপারিশও পেয়েছিল’। এরপর বলেছেন, তিনি শুধু প্রধানের দায়িত্বে কাজ করেছেন। নির্বাহী কমিটির বড় অংশ যদি কাতারে বিশ্বকাপ চায়, তাহলে তার তো সেটা মানতেই হবে।যদিও সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচনের ভোট প্রক্রিয়া নিয়ে সম্প্রতি তদন্ত শুরু করছে।এমআর/পিআর

Advertisement