খেলাধুলা

দিল্লিতে অস্বস্তির দিনে লঙ্কানদের লড়াই

আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। দিল্লির বায়ু দূষণে রীতিমত মুখে মাস্ক জড়াতে হলো শ্রীলঙ্কার ক্রিকেটারদের। কাশি, বমি-মাঠে সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। এমন অস্বস্তির দিনে ব্যাট হাতে অবশ্য লড়েছে লঙ্কানরা। ভারতের পাহাড়সমান পুঁজির জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩১ রান তুলেছে সফরকারি দল।

Advertisement

প্রথম ইনিংসে বিরাট কোহলির দ্বিশতকে ভর করে ৭ উইকেটে ৫৩৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে শুরুতেই মহাবিপদে শ্রীলঙ্কা। ১৪ রান তুলতেই নেই ২ উইকেট।

দিমুথ করুণারত্নে (০) আর ধনঞ্জয়া ডি সিলভা (১) শুরুতে ফিরলেও অবশ্য ওপেনিংয়ে খেলতে নামা দিলরুয়ান পেরেরা খারাপ করেননি। ৪২ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হয়েছেন তিনি।

দিনের বাকি সময়টায় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর দিনেশ চান্দিমাল। ফিফটি তুলে নিয়েছেন ম্যাথিউজ। ১১৮ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৭ রান করেন তিনি। অধিনায়ক চান্দিমাল ২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

Advertisement

ভারতের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন জাদেজা, মোহাম্মদ শামি আর ইশান্ত শর্মা।

এমএমআর/জেআইএম