রাজনীতি

সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আহবান বিএনপির

বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধান সংশোধন করায় সংবিধানের ষোড়শ সংশোধন বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান এই অনুরোদ জানান।তিনি বলেন, বিশিষ্ট আইনজীবী হিসেবে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবো, বিলটি আপনার দফতরে গেলে জনগণের বার্তাকে সাড়া দিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করবেন।২০ দলীয় জোটের ডাকা হরতালে জনগণ সরকারকে বার্তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতেই প্রমান হয়েছে জনগণ অবৈধ অনৈতিক সংসদে বিচারপতিদের অভিশংসন ক্ষমতায় ফিরিয়ে দিতে চায় না। বিষয়টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,  আমরা আশা করছি হরতালের বাকী সময়ে সরকার বাধা দিবে না। তাদের মুক্তি কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি,  আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম,  নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।

Advertisement