নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন আত্মঘাতী কিশোরীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২২ জনেরও বেশি। খবর সিবিএস নিউজ।
Advertisement
শনিবার বোর্নো শহরের একটি বাজারে ভিড়ের মধ্যে এই হামলা চালানো হয়। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোনো পক্ষই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে বোকো হারাম দেশটিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। দুই সপ্তাহ আগেও মুবি শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় বোকা হারাম। ওই হামলায় প্রায় ৫০ জন মারা যান।
গত আট বছরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ নিখোঁজ হয়েছেন।
Advertisement
এআরএস/এমএস