দেশজুড়ে

শার্শায় যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত

যশোর-নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাতে এ ঘটনা ঘটে শার্শার খাজুরা নামক স্থানে।শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জাগো নিউজকে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি যাত্রীবাহী বাস (যশোর জ-০৪-০০১৪) নাভারণের খাজুরা নামক স্থানে উল্টে যায়। এ ঘটনায় দশ জন আহত হন। প্রাথমিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে তারা হলেন, শিশু নাহিদ, বাবু, সাতক্ষীরার শ্যামনগর এলাকার কুলসুম, ফাতেমা, শিশু সালমান, আরিয়া এবং মরিয়ম বেগম।তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশু নাহিদ ও বাবুসহ তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর ও শার্শার উলাশি এলাকায়।নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বুলবুল হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।মো. জামাল হোসেন/এমজেড/এমএস

Advertisement