খেলাধুলা

তৃতীয় দিন শেষে ২৯১ রানে এগিয়ে শ্রীলংকা

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২৯১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলংকা। ১ম ইনিংস থেকে ৬৩ রানে লীড নেয়া লংকানরা ২য় ইনিংসে তৃতীয় দিনের ইতি টেনেছে ৫ উইকেটে ২২৮ রান সংগ্রহের মাধ্যমে।দিন শেষে ৭৭ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক এঞ্জেলো ম্যাথ্যুস। তার সঙ্গে অপরাজিত আছেন ৩৯ রান সংগ্রহকারী দিনেশ চান্ডিমাল।আগের দিনের ৯ উইকেটে ২০৯ রান নিয়ে ১ম ইনিংসে ব্যাটিং শুরু করা পাকিস্তান দিনের শুরুতে অল আউট হয়ে যায় আর মাত্র ৬ রান যোগ করেই। ৭৮ রানে অপরাজিত ছিলেন সরফরাজ আহমেদ।১ম ইনিংস থেকে ২৭৮ রান সংগ্রহ করা স্বাগতিক দল দ্বিতীয় দিনেও বেশ টেকসই ব্যাটিং উপহার দিয়েছে। শুরুতে স্বল্প ব্যবধানেই উইকেট খোয়াতে থাকা লংকানরা মাঝপথে এসে উইকেটে কিছুটা থিতু হতে সক্ষম হয়। মাত্র ৮০ রানে ৪ উইকেট খোয়ানো শ্রীলংকান দলের পঞ্চম উইকেটের পতন ঘটেছে ১৬১ রানে। এরপর আর কোন অঘটন ছাড়াই দিনের বাকী সময় পার করে লংকানরা। উপুল তারাঙ্গা ৪৮ এবং জেহান মুবারক ৩৫ রান সংগ্রহ করেন। ৫৮ ও ৭০ রানে ২ করে উইকেট লাভ করেছেন যথাক্রমে রাহাত ও ইয়াসির।তিন ম্যাচের সিরিজের একটি করে ম্যাচে জয় নিয়ে ১-১ ম্যাচের সমতায় রয়েছে প্রতিদ্বন্দ্বি দল দুটি। পাকিস্তান গলে অনুষ্ঠিত ১ম টেস্ট ১০ উইকেটে জিতে নেয়ার পর কলোম্বেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে নিয়েছে শ্রীলংকা।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলংকা ১ম ইনিংস: ২৭৮ রান (ডি করুনারত্নে ১৩০, উ থারাঙ্গা ৪৬, ইয়াসির শাহ ৫/৭৮, রাহাত আলী ৩/৭৪)পাকিস্তান ১ম ইনিংস: ২১৫ রান (সরফরাজ আহমেদ ৭৮*, আজহার আলী ৫৫, প্রাসাদ ৩/৭৮, প্রদ্বীপ ৩/২৯, কুশাল ৩/৩৭)শ্রীলংকা ২য় ইনিংস: ২২৮/৫ (ম্যাথুজ ৭৭*, উ থারাঙ্গা ৪৮ জে. মুবারক ৩৫, চান্ডিমাল ৩৯*, রাহাত ২/৫৮, ইয়াসির ২/৭০)আরএস/আরআই

Advertisement