খেলাধুলা

কোপায় হারের পরও বর্তমান স্কোয়াডে আস্থা মার্টিনোর

কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে হেরে শিরোপা জয়ে বঞ্চিত হবার পরও আসন্ন ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দলটির প্রতিই আস্থা আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর।তিনি বলেছেন, চিলির বিপক্ষে ম্যাচের নিয়মিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটেই তার দলের ট্রফি নিশ্চিত করা উচিৎ ছিল। টাইব্রেকারে তারা ৪-১ গোলে পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, ‘আজকের ম্যাচের এই পরাজয় আমার বিশ্লেষণকে পরিবর্তিত করতে পারবেনা।’ এই হারের ফলে এক বছরের ব্যবধানে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করল আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ বলেন, ‘১২০ মিনিটের লড়াই ছিল সমানে সমান। এ সময় বরং আর্জেন্টিনার জয়ের সুযোগ ছিল। আমরা জয়ের জন্য সব চেস্টাই করেছি। সুযোগও পেয়েছি। নিকো ওটামেন্ডি, পুচো লাভেজ্জি ও হিগুইন, সবাই সুযোগ পেয়েছিল।’ইনজুরি টাইমে গোল করার সবচেয়ে ভাল সুযোগটি পেয়েছিলেন গঞ্জালো হিগুইন। পরে টাইব্রেকারের পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি। মার্টিনো বলেন,‘ ম্যাচের চেহারা পরিবর্তনের পরিষ্কার সুযোগগুলো পেয়েছিল তারা। কিন্ত তা কাজে লাগাতে পারেনি।’ তারপরও দলীয় কৌশল ও লাইনআপে কোন পরিবর্তন হবেনা বলে মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বেও ম্যাচেও ‘ আমরা একই পন্থা অব্যাহত রাখব’। মার্টিনো বলেন,‘ পরবর্তী মিশনেও আমরা একই ধারায় খেলব এবং সফরতার জন্য জোর প্রচেস্টা চালাব।’ এসএইচএস/আরআইপি

Advertisement