আয়তনে একটা ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী। বিশ্বের সবচেয়ে জনবহুল কিন্তু সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ হচ্ছে মিগিঙ্গো দ্বীপ।
Advertisement
কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি অবস্থিত এ দ্বীপটি। প্রায় দু’দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মৎস্যজীবী।
আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে ভাসমান এ কেনীয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার। এ দ্বীপের বাসিন্দারা মূলত মৎস্যজীবী। মিগিঙ্গোয় বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী।
ছোট্ট এ দ্বীপে কী নেই! দুটি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁও আছে সেখানে। বাসিন্দারা সবাই মিলে মিশে বেশ আনন্দেই সেখানে বসবাস করছেন।
Advertisement
টিটিএন/এমএস