দেশজুড়ে

সোমবার থেকে ছিটমহলে জনগণনা শুরু

বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে ১৬২ ছিটমহলে নতুন করে জনগণনা শুরু হচ্ছে।  আগামীকাল সোমবার সকাল থেকে উভয়দেশের বিভিন্ন ছিটমহলে সরকারিভাবে এই জনগণনা শুরু হওয়ার কথা রয়েছে।  এজন্য ভারতের ১৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ছিটমহলে জনগণনায় অংশ নিতে বর্তমানে পঞ্চগড়ে অবস্থান করছেন।জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনসংখ্যা গণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোন দেশে থাকতে চান তাও জেনে নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করবেন।  এতে প্রত্যেকের জমির পরিমাণসহ জানা যাবে কত মানুষ এসব ছিটমহল থেকে ভারতে যেতে চান।  বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করবেন।  ১৬ জুলাই পর্যন্ত চলবে গণনার কাজ।  আগামী ২০ জুলাই জনগণনার চূড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।ছিটমহলের একটি সূত্র জানায়, আগামী ৩১ জুলাই রাত বারোটায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহলগুলো বিনিময় হয়ে যাবে।  এরপরই বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যাবে ভারতীয় ছিটমহলের নাম।  দীর্ঘ ৬৮ বছর ধরে অবরুদ্ধ থাকা ছিটমহলের নাগরিকরা একটি স্বাধীন দেশের ভূখণ্ডে বসবাস শুরু করবেন।  সে দেশের রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।সফিকুল আলম/এমএএস/আরআইপি

Advertisement