যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া বড় ধরনের দ্বিবার্ষিক সামরিক মহড়া শুরু করেছে রোববার। চীনের সঙ্গে আঞ্চলিক বিরোধ নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে জাপান।দু’সপ্তাহের এ মহড়ায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ৩০ হাজার সৈন্য অংশ নিয়েছে বলে জানা গেছে। তারা স্থল, নৌ ও আকাশ পথে যুদ্ধের মহড়া দেবে। এদিকে প্রথমবারের মতো মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দেবে জাপানের গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের ৪০ সৈন্য। এছাড়া এ মহড়ায় অংশ নিয়েছে নিউজিল্যান্ডের ৫শ` সৈন্য।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট যুক্তরাষ্ট্র -অস্ট্রেলিয়া সম্পর্ক প্রসঙ্গে বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ জোট। চীনের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতি দু`বছরে একবার সামরিক মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো এটি অনুষ্ঠিত হলো।অন্যদিকে, চীন বিতর্কিত পানি সীমায় কৃত্রিম দ্বীপ তৈরি করছে, যা নিয়ে জাপানসহ যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া পূর্ব চীন সাগরে টোকিও নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপ নিয়ে চীনের সঙ্গে বিরোধ অব্যাহত রয়েছে।এসআইএস/আরএস/আরআই
Advertisement