আগরতলায় ভারত-বংলাদেশ ব্যান্ডউইথ কানেক্টিভিটি কর্মসূচিআগামী ১০ জুলাই শুক্রবার উদ্বোধন। ভারতের টেলিকম মন্ত্রী শংকর প্রসাদ ওই দিন এ কানেক্টিভিটির শুভ উদ্বোধন করবেন। শনিবার চীফ জেনারেল ম্যানেজার এনই ডিপি সিং আগরতলায় ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানিয়েছেন।সিং বলেন, আগরতলা থেকে অপটিকেল ফাইবার ক্যাবল আখাউড়ায় বাংলাদেশের ১০ গিগাবাই ব্যান্ড উইথের সাথে সংযুক্ত হবে এবং ঢাকা হয়ে এটি কক্সবাজারে সাবমেরিন টেলিকম ক্যাবলের সংগে সংযুক্ত হবে। মুম্বাই ও চেন্নাই’র পর আগরতলা হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে।বিএমএনআই বাংলাদেশের একমাত্র সাবমেরিন ক্যাবল অপারেটর বাংলাদেশ সবামেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের কাছ থেকে জিবিপিএম ব্যান্ডউইথ লীজ নেবে।ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সরকার গত বছরে অঞ্চলে টেলিযোগাযোগ সুবিধা বাড়াতে আখাউড়ার মাধ্যমে একটি বিকল্প টেলিযোগাযোগ নেট ওয়ার্ক রুটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লিখিত আবেদন জানান।গত ৫ জুন দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি চুক্তি স্বাক্ষর করেন।এনই ডিপি সিং আরো বলেন, অরুনাচল প্রদেশ, আসাম ও মেঘলা রাজ্যের বিভিন্ন জেলা ও গ্রামে মোবাইল নেটওয়ার্ক বাড়াতে বিএসএনএলকে ৫ হাজার ৩৩৬ কোটি রুপি দেবে।আরএস/আরআইপি
Advertisement