ধর্ম

অধিক সম্মান ও মর্যাদা লাভের আমল

হাদিসে পাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’

Advertisement

দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمَاجِدُ) ‘আল-মাঝেদু’ একটি। আল্লাহ তাআলার নূর লাভে এবং অধিন সম্মান ও মর্যদা লাভের গুরুত্বপূর্ণ আমল এটি।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمَاجِدُ) ‘আল-মাঝেদু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : ‘আল-মাঝেদু’অর্থ : ‘অত্যাধিক মর্যাদাসম্পন্ন; বড় দাতা’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْوَاجِدُ)-এর আমল

ফজিলত>> যে ব্যক্তি একাকী আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمَاجِدُ) ‘আল-মাঝেদু’-এর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে; ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার নূর পয়দা হয়।

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمَاجِدُ) ‘আল-মাঝেদু’-এর জিকির নিয়মিত বেশি বেশি করে; ওই ব্যক্তি সৃষ্টি জীবের কাছে অধিক সম্মান ও মর্যাদা লাভ করে।

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালে তাঁর ভালবাসা লাভে এবং দুনিয়ায় মানুষের নিকট অত্যাধিক সম্মান ও মর্যাদার সৌভাগ্য অর্জনে তাঁর গুনবাচক নাম (اَلْمَاجِدُ) ‘আল-মাঝেদু’-এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আইআই