মালয়েশিয়ায় ফের বাংলাদেশিসহ ৫৪ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার মালয়েশিয়া সময় রাত ১১টায় চেরাছ জায়া, বালাকংয়ের তিনটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও গোয়েন্দা দল একযোগে অভিযান পরিচালনা করে। জেএম সেলাঙ্গর পরিচালক ওমরান ওমর বলেন, ১৩২ জন বিদেশিকে পরীক্ষা করে এদের মধ্য থেকে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে ৫৪ জনকে আটক করা হয়।
বাংলাদেশি, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মিয়ানমারের নাগরিকদের আটক করা হয়। এদের মধ্যে- সাত নারী এবং ৪৭ জন পুরুষ রয়েছে। বয়স, ২০ থেকে ৫৪ বলে জানা গেছে। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।
এমআরএম/আইআই
Advertisement