রাজনীতি

মুসলেহ উদ্দিনের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা মহানগর বিএনপির নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মুসলেহ উদ্দিন আহম্মেদের কারান্তরীণ অবস্থায় মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।রোববার বিকেলে এক শোক বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মরহুম মুসলেহ উদ্দিন বিএনপির একজন নিবেদিত সংগঠক ছিলেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার ভুমিকা ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলন দমন করার কৌশলে অনেকের সঙ্গে তাকেও গ্রেফতার করে নির্যাতন করে। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সুচিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ না করায়, বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মতো তিনিও ‘মৃত’ হয়ে কারাগার থেকে বের হলেন।খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সরকার সুস্থ রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করে এবং তারা নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ কারাগারেই মারা যাচ্ছেন।বিএনপি চেয়ারপারসন মুসলেহ উদ্দিনের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি করেছেন এবং এর সুষ্ঠু বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন। বিএনপি চেয়ারপারসন মরহুম মুসলেহ উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।এমএম/বিএ/আরআই

Advertisement