দেশজুড়ে

বরিশালে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজ হেফাজতে ফেনসিডিল রাখার দায়ে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের করাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে বরিশাল বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরে বড় আচড়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে বুলবুল আহম্মেদ মোড়ল ও গয়রা উত্তর পাড়ার তপনউদ্দিনের ছেলে নুরুন্নবী আউলিয়া।বিশেষ ট্রাইবুনাল-১ এর বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১ জানুয়ারি নগরীর নথুলল্লবাদ বাস টার্মিনাল এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের ডিএডি মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে মেট্রোপলিটন বিমান বন্দর থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম উভয়কে অভিযুক্ত করে একই বছরের ৩১ মার্চ আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ছয় জনের মধ্যে পাঁচ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন।সাইফ আমীন/এআরএ/এমআরআই

Advertisement