অর্থনীতি

পোশাক শ্রমিকদের জন্য ঢাকা ব্যাংকের ‘জমা’

পোশাক খাতের শ্রমিকদের জন্য বিশেষ সঞ্চয় সেবা ‘জমা’ নিয়ে এলো বেসরকারি খাতের ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধন করা হয়েছে।রোববার রাজধানীর রেডিসান হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। এ সময় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রাশেদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।দ্বিতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড। ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা ব্যাংক গার্মেন্টস শ্রমিকদের জন্যে বিশেষভাবে তৈরি ‘জমা’ নামে একটি সঞ্চয় সেবা আনুষ্ঠানিকভাবে চালু করলো। যেখানে শ্রমিকরা জমা করতে পারবে।জানা গেছে, দেশব্যাপী বিস্তৃত ৮১টি শাখা, ৩টি এসএমই ইউনিট, ইসলামিক ব্যাংকিং উইন্ডো, মার্চেন্ট ব্যাংকসহ ৫৩টি বিকল্প ডেলিভারি চ্যানেল এবং ২৬০০ জনবলের মাধ্যমে ঢাকা ব্যাংক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া, গ্রাহকদের সেবা দিতে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম, পস টার্মিনালসহ আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করছে।এসএ/আরএস/এমআরআই

Advertisement