ফিলিপাইনের মধ্যাঞ্চলে ফেরি ডুবির ঘটনার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬১ জনের দাঁড়িয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই ফেরিটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল কিনা তা নির্ণয় করা হবে তদন্তের একটি অংশ। গত সপ্তাহে ওরমোক নগরীর অদূরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ফেরির মালিক ও ক্রুদের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছে। কোস্ট গার্ডের দেয়া হিসেব অনুযায়ী, কাঠের তৈরি কিম নিরভানা নামের ফেরিটি ডুবে ৬১ জন মারা গেছে। এছাড়া এই ঘটনায় অন্তত ১৪৫ জন প্রাণে রক্ষা পেয়েছে। ফেরিটিতে ২০৬ জন আরোহী ছিল, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি। ক্রু ও যাত্রী মিলে ফেরিটিতে ১৯৪ জন আরোহীর ওঠার অনুমোদন ছিল।আরএস/আরআইপি
Advertisement