দেশজুড়ে

জাজিরায় ইফতারে দাওয়াত না দেয়ায় হামলা : আহত ৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটে ইফতার মাহফিলে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কাজিরহাট বাজার সংলগ্ন ডুবিসায়বর গ্রামের সালাম দেওয়ানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, সালাম দেওয়ান (৫০), কাশেম দেওয়ান (৪২), অভি দেওয়ান (১৯), আলমগীর মোল্যা (২৮) ও রাজু মোল্যা (২২)।জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ডুবিসায়বর গ্রামের সালাম দেওয়ান তার বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারে দাওয়াত না পাওয়ায় স্থানীয় মোল্যা বংশের লোকজন ক্ষুদ্ধ হন। এর জের ধরে ইফতারের পরে আলমগীর মোল্যার নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সালাম দেওয়ানের বাড়িতে হামলা চালালে বাড়ির লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে দেওয়ান বাড়ির সালাম দেওয়ান, তার ভাই কাশেম দেওয়ান ও সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীদের মধ্যে আলমগীর মোল্যা ও রাজু  মোল্যা আহত হন। এদের মধ্যে সালাম দেওয়ান ও অভি দেওয়ানকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়া হয়।আহত কাশেম দেওয়ান জাগো নিউজকে জানান, ইফতারে দাওয়াত না দেয়ায় স্থানীয় মোল্যা বংশের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে এবং কুপিয়ে আহত করেন।জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।মো. ছগির হোসেন/এমজেড/পিআর

Advertisement