জাতীয়

জাতীয় সংসদে বিদ্যুৎ বিভ্রাট

বার বার বিদ্যুতের বিভ্রাটের কবলে পড়েছে জাতীয় সংসদ। অবশ্য সেই সময় সংসদের কোনো বৈঠক ছিল না। রোববার বেলা ৩টার সময় সংসদের বৈঠক শেষ হওয়ার পরই দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।বিদ্যুৎ চলে যাওয়ার আগে সংসদ ভবনের ভেতর বিকট শব্দের সৃষ্টি হয়। এরপরই পুরো সংসদ সচিবালয় অন্ধকার হয়ে পড়ে। এ সময় লিফট দিয়ে নামার সময় মন্ত্রী, এমপিরা আটকা পড়েন।এতে করে বিব্রত হয়ে পড়েন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। এভাবে তিনবার বিদ্যুৎ চলে যায়। তবে কিছুক্ষণ পরই আবার চলে আসে।পরে জানা যায়, সাব-স্টেশনের ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে বিদ্যুৎ বিভ্রাট। সংসদ ভবনের নবম তলায় সাব-স্টেশনে তিনটি কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) বিস্ফোরণে এই বিভ্রাট হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিয়াউল আহসান।এইচএস/বিএ/আরআই

Advertisement