ক্যাম্পাস

ঢাবি এবং ক্লাইমেট পার্লামেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশে নবায়ণযোগ্য শক্তি খাতের উন্নয়ন এবং জলবায়ু ইস্যু সমূহ মোকাবেলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ক্লাইমেট পার্লামেন্টের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং ক্লাইমেট পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মুকুল শর্মা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।উপাচার্য দফতরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. এস এম নাসিফ শামস্, বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, উপদেষ্টা তানভীর শাকিল জয়, প্রকল্প পরিচালক সুমেধা বসু প্রমুখ উপস্থিত ছিলেন।এই সমঝোতা স্মারকের আওতায় ‘Strengthening Climate-issues and Access to Renewable Energy’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ক্লাইমেট পার্লামেন্ট যৌথভাবে কাজ করবে। এছাড়া, ক্লাইমেট পার্লামেন্ট নবায়নযোগ্য শক্তি বিষয়ে কর্মশালা, আলোচনা সভা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করবে। এ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও তারা কাজ করবে।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ক্লাইমেট পার্লামেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।এছাড়া বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নবায়নযোগ্য শক্তির উন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।এমএইচ/আরএস/আরআই

Advertisement