ভোলা পৌরসভা নির্বাচনের জন্য ৬ মাস আগেই প্রার্থীদের মধ্য থেকে আগাম প্যানেল ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগাম প্যানেল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জান, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ও পৌর আওয়াামী লীগ সম্পাদক মো. জসিম উদ্দিন।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে ভোলা পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ মাস আগে প্যানেল ঘোষণা করে মাঠে প্রার্থীরা কাজ শুরু করার বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচন পর্যন্ত এ প্যানেল ঠিক থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন আলোচকদের কেউ কেউ।আলোচিত এ প্যানেলে রয়েছেন বর্তমান পৌর মেয়র জেলা যুব লীগ আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর পদে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে আসা প্রভাবশালী নেতা বর্তমান কাউন্সিলর মনজুরুল আলম ( ১ নং ওয়ার্ড), ঢাকার ব্যবসায়ী ইব্রাহীম খোকন ( ২ নং ওয়ার্ড), পৌর আ. লীগ যুগ্ম সম্পাদক ব্যবসায়ী সালাউদ্দিন লিংকন (৩ নং ওয়ার্ড), ব্যবসায়ী মো. শওকত হোসেন (৪ নং ওয়ার্ড), চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ব্যবসায়ী ইফরানুর রহমান মিথুন মোল্লা ( ৫ নং ওয়ার্ড), বর্তমান কাউন্সিলর ও ব্যবসায়ী মো. ওমর ফারুক ( ৬ নং ওয়ার্ড), জেলা শ্রমিক লীগের সম্পাদক শাহ আলম (৭ নং ওয়ার্ড), পৌর যুবলীগের আহ্বায়ক প্রকৌশলী সাংবাদিক আতিকুর রহমান ( ৮ নং ওয়ার্ড), অটো টেম্পু মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন শামিম ( ৯ নং ওয়ার্ড) ।এদিকে বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. জসিম উদ্দিন আগামীতে নির্বাচন করবেন না এমন ঘোষণা দেয়ায় তার সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত দুটি নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে মো. জসিম উদ্দিন সর্বাধিক জন সমর্থন ও ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২ নং ওয়ার্ডে প্যানেলের বাইরেও জেলা মহিলা আ. লীগের সভানেত্রীর ছেলে যুবলীগ নেতা টুটুলও নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন।অমিতাভ অপু/এসএস/আরআই
Advertisement