খেলাধুলা

ঢাকাকে ১৬৮ রানের লক্ষ্য দিল কুমিল্লা

যে ম্যাচটি জিতবে সেরা চার তারই নিশ্চিত । এমন সমীকরণে টস জিতে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠান। কুমিল্লার ব্যাটসম্যানরা নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছেন। ফলে ঢাকার লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৮ রানের।

Advertisement

টস হেরে ব্যাটিংয়ে এসে কুমিল্লার দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস দলকে ভাল শুরু এনে দেন। দু'জনে মিলে ৪৪ বলে করেন ৬০ রানের জুটি। মূলত এই জুটিই কুমিল্লাকে ভাল সংগ্রহ পেতে সাহায্য করে।

জুটি ভেঙ্গে যায় যখন তামিম ইকবাল ২৩ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। তার এই ইনিংসটিতে ছিল ৫টি চারের মার। কোন ছয়ের মার ছিল না। আরেক ওপেনার লিটন কুমার দাস ৩০ বলে ৩ চারের সাহায্যে ৩৪ রান করেন।

কুমিল্লার আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েস করেন ২৪ বলে ২৬ রান। যাতে ছিল ২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

Advertisement

তবে কুমিল্লার ইনিংসে সবচেয়ে বড় অবদানটি রাখেন মারলন স্যামুয়েলস। ২৭ বল খেলে করেন ৩৯ রান। তার এই ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কুমিল্লার জন্য। তার ইনিংসটিই কুমিল্লার ব্যক্তিগত সর্বোচ্চ।

ঢাকার বোলারদের মধ্যে কেভিন কুপার একাই ৩টি উইকেট পান। তবে ৪ ওভারে তিনি ৪২ রান খরচ করেন। সমান ওভারে ২৩ রানে ২টি উইকেট নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

এমএএন/এমএমআর/এমএস

Advertisement