খেলাধুলা

'রিয়ালে যাচ্ছেন নেইমার? এ তো অসম্ভব'

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) রেকর্ড পারিশ্রমিকে গেছেন। কিন্তু সেখানে মন টিকছে না নেইমারের। সতীর্থ-কোচের সঙ্গে ঝামেলা লেগেই রয়েছে। এরই মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে টানতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। যে কোনো সময় নাকি রিয়াল শিবিরে নাম লিখিয়ে ফেলতে পারেন পিএসজি তারকা!

Advertisement

এমন সম্ভাবনার বিষয়টি একেবারে অসম্ভবের কাতারে ফেলে দিলেন নেইমারের বাবা। ব্রাজিলের ফক্স স্পোর্টসে সাক্ষাতকার দিতে গিয়ে এক পর্যায়ে তো এমন প্রশ্নে খেপেই গেলেন নেইমার সিনিয়র। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, 'আমি কীভাবে এর জবাব দেব? যেটার অস্তিত্বই নেই, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। সে কিভাবে রিয়ালে যাবে, এটা কি ধরণের প্রশ্ন?'

তবে কি কখনোই রিয়াল পাবে না নেইমারকে? ব্রাজিলিয়ান সুপারস্টারের চুক্তি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা নেইমার সিনিয়র অবশ্য চিরদিনের জন্য দরজাটা বন্ধও করে দিচ্ছেন না, 'আজ আমাদের এমন চিন্তাও নেই (নেইমারের রিয়ালে যাওয়ার বিষয়ে)। আমি বলছি, এটা এখন সম্ভব নয়। পাঁচ ছয় বছর পর কি হতে পারে, সেটা নিয়ে এখনই দরাদরি করার কি আছে?'

পিএসজিতে মাত্র মাস তিনেক হলো, এখনই মানুষ দলবদল নিয়ে কথা বলছে। বিষয়টা মোটেই যৌক্তিক নয়, এমনটাই মনে করছেন নেইমারের বাবা। তিনি বলেন, 'প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে নেইমারের দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। সে মাত্র এখানে এসেছে। তিন মাস হলো। এখনই পরিবর্তনের কথা হচ্ছে। মানুষের এ ধরনের কথার জবাব দেয়া কঠিন।'

Advertisement

এমএমআর/জেআইএম