বর্ডার গার্ড সিলেটের সেক্টর কমান্ডার ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক পিএসসি বলেছেন, জীবনে উন্নতির শিখরে আরোহণ করতে হলে যে হাতিয়ারটি প্রয়োজন তা হলো শিক্ষা। একমাত্র শিক্ষাই পারে জাতিকে আলোকিত করতে।রোববার দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু মেধাবী ছাত্র হিসেবেই নয়, নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লক্ষ্য।কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক আরো বলেন, এই বয়সের ছেলে মেয়েরা কোনো বাধা মানতে চায়না। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য পূরণ করার বীজ বপনের শ্রেষ্ঠ সময় এই দুই বছর। দুইটি বছর যদি কোনো শিক্ষার্থী পরিশ্রম করে, তবে সে সফলতা অর্জন করবেই। শিক্ষার্থীদের মনে রাখতে হবে তোমাদের জীবন তৈরির মাঝি শিক্ষক নন তোমরা নিজেরাই।বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া আবিদা বৃষ্টি ও জান্নাতুল ইসরাত লুৎফার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, পিবিজিএম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজ শাখার কো-অর্ডিনেটর তানজিনা নবী চৌধুরী। নবীন শিক্ষার্থীদের মধ্যে তিন বিভাগের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নয়নুল আমিন পনির, ফারজানা আক্তার লিপি ও সৈয়দা ঈলমী ইমামা। ছামির মাহমুদ/এআরএ/এমআরআই
Advertisement