ক্যাম্পাস

শাবিতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।রোববার দুপুর ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহা, প্রক্টর ও একই বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।উদ্বোধনের সময় উপাচার্য প্রশাসন ভবন ‘ই ‘ এর পাশে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নার্সারিতে ‘বহেরা’ নামের একটি বৃক্ষরোপণ করেন। আগামী বৃহস্পতিবার এ কর্মসূচি শেষ হবে।অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, প্রতি বছর ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান করে থাকে। এ বছর শুধুমাত্র ঔষধি গাছ রোপণ করা হবে। তিনি আরো জানান, বহেরা, নিম, কদম, হিজল, করজসহ ৫০টি দেশীয় ঔষধি গাছ রোপণ করা হবে।এসএস/এমআরআই

Advertisement