বিনোদন

প্রতারণার দায়ে মমতাজকে গ্রেফতারের দাবি ভারতের

সঙ্গীতশিল্পী ও আওয়ামী লীগের সাংসদ মমতাজ বেগমকে প্রতারণার মামলায় গ্রেফতারের দাবি জানাল ভারত সরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকেও মমতাজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। তাকে গ্রেফতারে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পাশাপাশি ভারতে বাংলাদেশ হাইকমিশনারকেও সহায়তা করতে বলা হয়েছে। আজ এই খবর দিয়েছে কলকাতার দৈনিক আজকাল।ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, মমতাজকে গ্রেফতারের ব্যাপারে তাদেরকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।২০০৯ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি স্টেজ শো করবেন বলে পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়েও মমতাজ যাননি। এরপর বহরমপুর আদালতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, মমতাজের ভারতে যাওয়ার মালটিপল ভিসা বাতিল করা হয়েছে।

Advertisement