সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জার ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি দুঃসংবাদ শুনলো লঙ্কান শিবির। পিঠের চোটে তৃতীয় ও শেষ টেস্টের দল থেকে ছিটকে গেছেন স্পিনার রঙ্গনা হেরাথ। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন জেফ্রি ভ্যান্ডারসে।
Advertisement
ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি হেরাথ। কলকাতায় প্রথম টেস্টে পেসবান্ধব পিচে কোনো উইকেট পাননি। উইকেট না পেলেও ব্যাট হাতে খেলেন ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসেই শ্রীলঙ্কার ১২২ রানের লিডে বড় ভূমিকা ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
দ্বিতীয় টেস্টে নাগপুরে ভারতীয় স্পিনাররা যেখানে ১৩ উইকেট পেয়েছেন, সেখানে হেরাথের বোলিং ফিগার ছিল ৩৯-১১-৮১-১। শ্রীলঙ্কার বোলাররা ভারতের মাত্র ৬ উইকেট নিতে পেরেছিল। ব্যাট হাতেও ব্যর্থ হন ব্যাটসম্যানরা। ফলে ইনিংস ব্যবধানে হারের স্বাদ পায় দলটি।
তৃতীয় টেস্টে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিক ভারত। আর শ্রীলঙ্কার লক্ষ্য জয় দিয়ে সমতায় ফেরা। তবে সবচেয়ে অভিজ্ঞ বোলারকে ছাড়া শেষ টেস্টে সফরকারীরা কেমন করে, সেটাই এখন দেখার।
Advertisement
এমআর/আইআই