ভ্রমণ

আইসল্যান্ডের অদ্ভুত মরুদ্যান

বিশ্বের প্রতিটি দেশেই এক বা একাধিক জাতীয় উদ্যান রয়েছে। আইসল্যান্ডের জাতীয় উদ্যানগুলোর মধ্যে স্ক্যাফটাফেল জাতীয় উদ্যান অন্যতম। আসুন জেনে নেই এই উদ্যান সম্পর্কে কিছু তথ্য-

Advertisement

১৯৬৭ সালে আইসল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এ জাতীয় উদ্যান। এটি বালু আর হিমবাহের সংমিশ্রণে সৃষ্ট এক অদ্ভুত মরুদ্যান। আগ্নেয়গিরি এবং হিমবাহের ফলে সৃষ্ট এলাকাটিতে রয়েছে কালো বালু, সাদা হিমবাহ আর সবুজ পাহাড়।

লাখ লাখ বছর আগের হিমবাহের ফলে সৃষ্ট বরফের গুহা এখানকার অন্যতম আকর্ষণীয় স্থান। প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অবস্থিত উদ্যানটি।

এ উদ্যানে কোনো রাস্তা নেই। তবে হাইকিং করার জন্য রয়েছে অসংখ্য ট্রেইল। প্রকৃতি আর অ্যাডভেঞ্চার একসঙ্গে পাওয়ার জন্য স্ক্যাফটাফেলের কোনো তুলনা হয় না।

Advertisement

এসইউ/আইআই