একজন বোলারের উইকেট পাওয়ার পর তাদের মজার মজার উদযাপন নিয়ে নানা সময়ই আলোচনা হয়। নানা ভঙ্গিমায় উদযাপনের জন্য বিখ্যাত ক্যারিবীয় ক্রিকেটাররা। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিলে) রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপুর ‘স্নেক ড্যান্স’ বেশ আনন্দ দিয়েছে দর্শকদের। সিলেট সিক্সার্সের বিপক্ষেও আজ উইকেট নেয়ার পর স্নেক ড্যান্স দিয়েছিলেন তিনি।
Advertisement
আর আজ (মঙ্গলবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তার এই ‘স্নেক ড্যান্স’ রহস্যের কথা নিজেই জানালেন তিনি। কিভাবে, কোথা থেকে এই ‘স্নেক ড্যান্স’ শিখলেন তিনি। কখন থেকেই এর মাধ্যমে উদযাপন করা শুরু হল? এমন প্রশ্নের জবাবে অপু সাংবাদিকদের বলেন, ‘গতবার রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামিকে স্নে ড্যান্স দেখালে ভয় পেতো। সেখান থেকেই শুরু। তারপর একদিন ম্যাচেও করছি। তারপর নিয়মিত হয়ে গেছে।’
আজকের ম্যাচে জয়টা খুব জরুরি ছিল বলেও মনে করেন অপু। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আজকের জয়টা খুবই দরকার ছিল। কারণ, আমাদের দুই দলেরই জয়ের দকার ছিল। আমরা এভাবেই খেলতে চেয়েছিলাম। কারণ যে কোন একটা দল জিতবে। ইনশাল্লাহ, আল্লাহর রহমত যে আমরা জিতেছি।’
মাশরাফি মাঠে থাকলে দল নির্ভার থাকে কি না? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘উনি (মাশরাফি) তো সবসময় একটা প্ল্যান নিয়েই থাকেন। শেষ ম্যাচেও মাশরাফি ভাই যখন ব্যাটিং করছিল। তখন কোচ বলছে যতক্ষণ মাশরাফি থাকবে ততক্ষণ সে অ্যাটাক করবে, গেইল স্ট্র্যাইক নিবে না।’
Advertisement
দলের গেম প্ল্যান সম্পর্কে জানাতে গিয়ে অপু বলেন, ‘আসলে কোচ প্ল্যান এভাবেই দিচ্ছে যে, আমরা শেষদিকে গিয়ে জিতবো। কারণ ওিই জায়গাটা একটু স্ট্রং করা হয়েছে। যেমন গত ম্যাচে শ্রীলংকান ইয়ে (পেরেরার) ছিল, আজকেরটা মাশরাফি ভাই শেষ করছে। আসলে আমদের প্ল্যান ছিল প্রথমে অ্যাটাক, মাঝে নরমাল আর শেষে এট্যাক করবো।’
ম্যাচ না খেললেও এই কয়দিনে কোচের তত্বাবধানে ছিলেন বলেই জানান এই স্পিনার। তিনি বলেন, ‘এখনও শিখছি। যেমন এই বিপিএলে বলতে গেলে অনেক কিছুই শিখছি। কোচ নিজের হাতে কিছু কিছু কাজ করাচ্ছেন। তিন ম্যাচ খেলার পর আমি চারটা ম্যাচ খেলি নাই; কিন্তু তিনি আমাকে আলাদাভাবে নিয়ে কাজ করছিলেন। কোচ আমাকে নানা কৌশল শিখিয়েছেন, যেগুলো বেশ কাজে লেগেছে। '
দলে বড় নাম থাকার পরও এত ক্লোজ উইনের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘আসলে বলতে গেলে আমাদের যে দল সঠিক কম্বিনেশনটা হচ্ছে না। ইনশাল্লাহ হয়ে যাবে।’
এমএএন/আইএইচএস/এমএস
Advertisement