দেশজুড়ে

যুবদল নেতার হত্যাকারীদের অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলার মূল আসামিদের অব্যাহতি দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সিরাজগঞ্জ শহরবাসীর ব্যানারে রোববার সকালে শহরের মালশাপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নারী পুরুষসহ হাজারো জনতা কালেকটরেট চত্বর প্রাঙ্গনে উপস্থিত হয়। পরে সেখানে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুজনের বাবা আব্দুস সামাদ, মা মাজেদা খাতুন, সাংবাদিক খ ম আজাদ, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধন শেষে সুজনের মা’র স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, গত ১ জুন নিজ বাড়িতে সুজন নির্মমভাবে খুন হন। তার স্ত্রী তিথি খাতুনের পরকীয়ার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। একই দিন সুজনের মা মাজেদা খাতুন বাদী হয়ে সুজনের স্ত্রী তিথি খাতুন, শ্যালক পিয়াস, ভাড়াটিয়া খুনি মনিরুল, পাভেল ও রাশেদসহ ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। কিন্তু হত্যাকাণ্ডের মাত্র ১৫ দিনের মাথায় কোন প্রকার তদন্ত না করে তদন্তকারী কর্মকর্তা রাশেদ, পিয়াস ও পাভেলের নাম মামলা থেকে বাদ দিয়ে একটি চার্জশিট আদালতে দাখিল করেন।এদিকে, আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদী ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করছে। স্মারকলিপিতে আরো অভিযোগ করা হয়েছে, মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী গোলাম পারভেজসহ বেশ কয়েক জন চেষ্টা করছেন। আদালতে দাখিলকৃত চার্জশিটের বিরুদ্ধে ইতিমধ্যে না রাজি দেয়া হয়েছে। মামলাটি সঠিকভাবে পরিচালনার জন্য সুজনের মা আসামিদের অর্ন্তভূক্ত করে নতুনভাবে চার্জশিট প্রদানের দাবিসহ ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাদল ভৌমিক/এসএস/এমআরআই

Advertisement